ট্রলার ডুবিতে নিখোঁজ আরো তিনজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:০১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ট্রলার ডুবির ৬দিন পর নিখোঁজ শিশুসহ আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল নিশ্চিত করে জানান, হাইমচরের সাহেবগঞ্জ এলাকার অদূরে মেঘনায় তিনটি মরদেহ ভেসে উঠে। এসময় স্থানীয় জেলেরা মরদেহগুলো তীরে আনে। খবর পেয়ে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে। এদের মধ্যে আহম্মদ আলী (৪৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে হাইমচরে তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে `এমভি রানা` নামের একটি ট্রলার ঈশানবালার উদ্দেশ্যে রওনা হয়। মেঘনার মাঝ নদীতে ঘনকুয়াশায় ট্রলারটি একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ সময় ৯ জন নিখোঁজ হন। নিখোঁজ নয়জনের মধ্যে এ পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার হলো।

ইকরাম চৌধুরী/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।