কালীগঞ্জে প্রবাসীর স্ত্রী হত্যায় প্রতিবেশী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০৪ আগস্ট ২০২২
প্রবাসীর স্ত্রী হত্যায় গ্রেফতার মো. পনির

গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় মো. পনির (৪০) নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৩ আগস্ট) ভোরে কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত নাজমা বেগম (৪০) একই এলাকার প্রবাসী মোমেন মির্জার স্ত্রী।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, ওই এলাকার প্রবাসী মোমেন মির্জার স্ত্রী নাজমা বেগম তার ছেলে স্বপন মির্জাকে নিয়ে বসবাস। অপরদিকে প্রতিবেশী পনিরের স্ত্রীও প্রবাসী ছিলেন। প্রবাস থেকে স্ত্রীর পাঠানো টাকা নাজমা বেগমের কাছে জমা রাখতেন পনির। একপর্যায়ে টাকা নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এর জেরে ২০২০ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় নাজমা বেগমের ছেলে পাশের স্কুল মাঠে ওয়াজ শুনতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রতিবেশী আব্দুল গাফফার মির্জা (২৮) ও মো. মোস্তফাকে (৪৮) নিয়ে নাজমার ঘরে ঢোকেন পনির। পরে তাকে মাধায় আঘাতের মাধ্যমে রক্তাক্ত জখম করে পালিয়ে যান তারা। নাজমার ছেলে স্বপন ওয়াজ শুনে বাড়ি ফিরে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থকতে দেখেন। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পরদিন নিহতের ছেলে কালীগঞ্জ থানায় মামলা করেন।

এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতরা পরস্পর প্রতিবেশী। টাকা-পয়সা লেনদেন ও জায়গা জমি নিয়ে নাজমার সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল। পূর্বপরিকল্পিতভাবে আসামিরা নাজমাকে মাথায় আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় গ্রেফতার পনির তার সহযোগীদের ভূমিকা বর্ণনা করে বুধবার গাজীপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।