মাত্র ৪৮০ টাকার জন্য বন্ধুকে হত্যা


প্রকাশিত: ১১:৪৬ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

মাত্র ৪৮০ টাকার জন্য তিন বন্ধু মিলে কিশোর সাহেব উদ্দিন ঘুটুকে (১৪) হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা কালীগঞ্জ গ্রামে। নিহত ঘুটু ওই এলাকার ঝালমুড়ি বিক্রিতা বাদশাহ মামুদের ছেলে।

সোমবার সকালে স্থানীয়রা গ্রামের বাঁশঝাড়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘুটুর তিন বন্ধুকে আটক করা হয়েছে।

আটকরা হলো, একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মনোয়ার হোসেন (১৫), হযরত আলীর ছেলে সালাউদ্দিন (১৪), আইয়ুব খানের ছেলে টিটু (১৩)।

আটকরা পুলিশকে ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, রোববার রাত ৮টার দিকে গোলনা কালীগঞ্জ বঙ্গবন্ধুহাটের বাবার ঝাঁলমুড়ির দোকান থেকে বিক্রির ৪৮০ টাকা নিয়ে একাই বাড়ি ফিরছিল সাহেব উদ্দিন ঘুটু। এ সময় পথে ঘটুকে আটক করে কৌশলে বিড়ি খাওয়ার কথা বলে পার্শ্ববর্তী একটি ভুট্টাক্ষেতে নিয়ে যাওয়া হয়। এরপর ঘুটুকে ধাক্কা দিয়ে ভুট্টাক্ষেতে ফেলে দিয়ে তার পকেটে থাকা ৪৮০ টাকা ছিনিয়ে নেয়া হয়। প্রতিবাদ করলে ঘটুর গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এরপর মরদেহ ভুট্রা ক্ষেত থেকে টেনে নিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাঁশঝাড়ে বেঁধে রেখে নিজ নিজ বাড়ি চলে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জাগো নিউজকে জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মফিজ উদ্দিন শেখ জাগোনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ঘুটুর বাবা বাদশা মামুদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জাহেদুল ইসলাম/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।