কিশোরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৩ আগস্ট ২০২২
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছ পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) রাতে উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তার (৩২) ঝিড়ারপাড় গ্রামের মহরম আলীর মেয়ে। অপরদিকে অভিযুক্ত জসিম একই গ্রামের দুখু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও কিছুদিন আগে জসিম দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে রিনার সঙ্গে তার কলহ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীকে গুরুতর আহত করেন জসিম। একপর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় নিজেই রিনাকে কটিয়াদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কটিয়াদী থানায় মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদৎ হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর রাতেই অভিযুক্ত জসিমকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নূর মোহাম্মদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।