ঝিনাইদহে ৬ স্বর্ণের বারসহ তরুণ আটক
ঝিনাইদহের মহেশপুরের বড়বাড়ি এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ রাসেল হোসেন (২১) নামে এক তরুণকে আটক করেছে বিজিবি। সোমবার (১ আগস্ট) রাত আটটার দিকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার সীমান্তবর্তী কানাইডাঙ্গা গ্রামের মৃত রুবেল হোসেনের ছেলে।
ঝিনাইদহ মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক বলেন, মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে স্বর্ণ বাংলাদেশে আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বড়বাড়ি ইট ভাটার সামনে চেকপোস্ট বসায় বিজিবি। সেসময় সীমান্তের দিক থেকে আসা একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি করে চালক রাসেল হোসেনের প্যান্টের পকেট থেকে কাগজে মোড়ানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়।
তিনি আরও বলেন, সেসময় স্বর্ণ চোরাচালানের দায়ে চালক রাসেলকেও আটক করা হয়। তার ব্যবহৃত ইজি বাইকটিও আটক রাখা হয়েছে। জব্দ স্বর্ণের ওজন ৫৯৯ গ্রাম। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/এমএস