কসবায় গাঁজা ও হুইস্কিসহ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাড়ে তিন কেজি ভারতীয় গাঁজা ও ৩ বোতল হুইস্কিসহ মো. রাজু মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুইয়াপানিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।
আটক রাজু কসবা উপজেলার খাড়েরা গ্রামের মো. আবুল হাশেমের ছেলে।
বিজিবি জানায়, সকালে কসবা উপজেলার চন্ডিদার সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল কুইয়াপানিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে একটি মাইক্রোবাসে তল্লাশি করে সাড়ে তিন কেজি ভারতীয় গাঁজা ও ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায জড়িত থাকার দায়ে মাইক্রোবাসে থাকা রাজু মিয়াকে আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটিকেও জব্দ করেন বিজিবি সদস্যরা।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আটক রাজুকে উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মাইক্রোবাসসহ কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস