মৌলভীবাজারের বাসিন্দার জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান ভেনেজুয়েলা!
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা রোমানা বেগম। জাতীয় পরিচয়পত্রে তার নামের দ্বিতীয় অংশ ‘বেগম’ এর জায়গায় ভুল করে ‘আক্তার’ লেখা হয়। এটি সংশোধন করতে দিয়েছিলেন তিনি। তবে নাম সংশোধন হয়েছে ঠিকই। তবে ফের হয়েছে আরেকটি ভুল। তার জন্মস্থান লেখা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু রোমানা বেগম নন; মৌলভীবাজারে বসবাসকারী ১২ জনের জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা লেখা হয়েছে। বিষয়টি নিয়ে বিব্রত তারা।
যোগাযোগ করা হলে উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা রোমানা বেগম বলেন, ‘অবাক করার বিষয় হলো আমার জন্ম বাংলাদেশের মৌলভীবাজারের বড়লেখায়। কিন্তু আমার জন্মস্থান লেখা হলো আমেরিকার দেশ ভেনেজুয়েলা। আমি পাড়াগায়ের মানুষ। এমন দেশের নাম আমার জানা ছিল না। এই দেশ কোথায় তাও আমি জানতাম না। অথচ জন্মস্থান হয়ে গেছে ভেনেজুয়েলা।’
চলতি বছরের মে মাসে নাম সংশোধন করার জন্য উপজেলা নির্বাচন অফিসে আবেদনপত্র জমা দিয়েছিলেন রোমানা বেগম। কয়েকদিন আগে ‘জাতীয় পরিচয়পত্র হয়ে গেছে’ মোবাইল ফোনে এমন মেসেজ পান। তারপরই অবাক করার এ বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমরা এরই মধ্যে বিষয়টি জানতে পেরেছি। মৌলভীবাজার সদর, বড়লেখা ও জুড়ী উপজেলায় এই ঘটনা ঘটেছে। এছাড়া সিলেটের সুনামগঞ্জেও এ ধরনের ভুল পাওয়া গেছে। কী কারণে এটা হয়েছে, ত্রুটিটা কোথায় আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রধান কার্যালয়ে সিস্টেম ম্যানেজারকে বিষয়টি জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগে জাতীয় পরিচয়পত্র করা থাকলে ডাটাবেজে যে তথ্য থাকে ভুল সংশোধনের সময় সেটাই স্বয়ংক্রিয়ভাবে নতুন কার্ডে চলে আসে। এক্ষেত্রে সার্ভারে কোনো ভুল না প্রযুক্তিগত কোনো সমস্যা হয়েছে সেটা দেখা হবে। দ্রুত সবার জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করে দেওয়া হবে।’
আব্দুল আজিজ/এসআর/জিকেএস