মোবাইল নিয়ে তর্কের জেরে বন্ধুকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:৪০ পিএম, ৩১ জুলাই ২০২২
হাসপাতাল মর্গে নিহতের মরদেহ

ফরিদপুর সদর উপজেলায় মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জেরে বন্ধুর হাতে খুন হয়েছেন মো. আকাশ (২৫) নামের এক যুবক।

শনিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাচারিরটেকের মোহাম্মদপুর বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আকাশের বাড়ি ময়মনসিংহে বলে পুলিশ জানায়। তবে তিনি সাভারের নবীনগর এলাকায় থাকতেন। অভিযুক্ত ফিরোজ (২৫) ফরিদপুর জেলার সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. হযরত আলীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী গোয়ালন্দের খানপাড়ার সুলতান খানের ছেলে শিমুল খান (২৫) জানান, আকাশ, ফিরোজ তার বন্ধু। তারা সাভারের নবীনগরে কাজ করেন। শনিবার রাতে ফিরোজের আমন্ত্রণে তিনি এবং আকাশ কাচারিরটেকে বেড়াতে আসেন। রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে আকাশের সঙ্গে ফিরোজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফিরোজ আকাশকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আকাশকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই আকাশ মারা যায়। তার কানের পেছন থেকে গলা পর্যন্ত একটা মাত্র কোপের আঘাত পাওয়া গেছে। নিহতের মরদেহ রাতে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিমুলকে আটক করা হয়েছে।

এন কে বি নয়ন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।