সড়ক দুর্ঘটনায় ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ আহত ৩৫
যশোরে বাঘাপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ ৩৫জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৭ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার চাড়াভিটা শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অধিকাংশই ওয়ার্কার্স পার্টির নেতাকর্মী। নড়াইলের লোহাগড়ায় জাতীয় কৃষক সমিতির ৬ষ্ঠ সম্মেলনে যোগ দিয়ে তারা যশোরে ফিরছিলেন।
আহতরা জানান, নড়াইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে করে তারা যশোরে ফিরছিলেন। বিকেলে ৫টার দিকে বাসটি যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসটি ব্যাপক ক্ষতি হয়। এসময় বাসের অন্তত ৩৫ যাত্রী আহত হন। অনেকে বাসের মধ্যে আটকে পড়েছিলেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ জানান, আহতদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিলন রহমান/এআরএ/পিআর