হেফাজতের আমিরসহ ৬৫ নেতাকর্মীর বিচার শুরু
নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির ও বিএনপির ৬৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করেছে আদালত।
সোনারগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় রোববার তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সহিদুল ইসলামের আদালত। একই সঙ্গে যে সব আসামি আদালতে উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মাওলানা আব্দুল আউয়ালের আইনজীবী অ্যাড. শরীফুল ইসলাম শিপলু বলেন, আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। আগামী ১৯ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত। আশা করি দ্রুত সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে আদালত রায় দিবেন এবং সেই রায়ে আশা করি আসামিরা খালাস পাবেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে হেফাজত ইসলামের নেতাকর্মীরা সোনারগাঁও কাঁচপুর সড়কে অবস্থান নেয়। ওই দিন রাস্তা অবরোধ করে হেফাজত নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় সোনারগাঁও থানায় কাঁচপুুর হাইওয়ে থানার পরিদর্শক সোহেল আহম্মেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় ইতিপূর্বে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে আসামি করা হয় শহরের ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, হেফাজত নেতা মাওলানা আব্দুল কাদির, মুফতি মাওলানা আজিজুল হক, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইব্রাহীম, মাওলানা আবু সায়েম খান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মফিজুর রহমান, সোনারগাঁও থানা যুবদলের নেতা শহিদুর রহমান স্বপন, বিএনপি নেতা শাহজাহান মেম্বার, বজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দীন সালু, ছাত্রদল নেতা ওমর ফারুক টিটু, ওসমান গনি রিতুসহ ৬৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় রোববার আদালত চার্জ গঠন করে।
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি