সরকারি গাড়িচালকদের দৃষ্টান্ত যশোরের হাবিবুর রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৭ জুলাই ২০২২

‘আজ আমি একজন সৎ সরকারি কর্মচারীকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই। আমি এনার মতো সরকারি কোনো গাড়িচালক দেখিনি। কেন দেখিনি কারণটা বলছি। সরকারি কর্মকর্তা যাদের গাড়ি রয়েছে তাদের গাড়িপ্রতি মাসে ১৮০ লিটার তেল বরাদ্দ থাকে। এই তেলের বেশিরভাগ চালকদের পেটে যায়।

জেলা প্রশাসনে নবীন কর্মকর্তা থাকাকালে মাত্র চারটি উপজেলার একটি জেলার জেলা প্রশাসকের গাড়িচালক এই ১৮০ লিটারের বাইরেও বিভিন্ন অজুহাতে আরও সমপরিমাণ তেল নিতো। ডিসি স্যারের গাড়িচালক। কিছু বলার ছিল না। তাছাড়া জেলা প্রশাসকদের প্রচুর যাতায়াত করতে হয়। অথচ উনি (আলোচ্য গাড়িচালক) যশোরের মতো একটি বড় জেলার জেলা প্রশাসকের গাড়িচালক। ব্যস্ততম জেলা যশোরের ডিসি স্যারকে পুরা জেলায় চলাচল করতে হয়। অথচ তার গাড়িতে যা তেল লাগে এটা অকল্পনীয়। অবিশ্বাস্য। তিনি যতটুকু তেল লাগে ততটুকুই তেল নেন।

Jessore-(7)

সরকার এখন ব্যয়ের ক্ষেত্রে সাবধানি পন্থা অবলম্বন করছে। এ সময় এই গাড়িচালক অন্যদের জন্য অনুকরণীয় হতে পারেন। আজ তিনি যশোর জেলা প্রশাসন থেকে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। তার জাতীয় পুরস্কার পাওয়া দরকার।’

এভাবেই যশোরে জাতীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত গাড়িচালক হাবিবুর রহমানের প্রসঙ্গ তুলে ধরেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান।

Jessore-(7)

গাড়িচালক হাবিবুর রহমানসহ তিনজনকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করেছে যশোরের জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষর-এ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। এ সময় আরও তিনজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Jessore-(7)

অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা (৪-৯ গ্রেড পর্যায়ে) হিসেবে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন।

জেলার শ্রেষ্ঠ কর্মচারী (১০-২০ গ্রেড) হয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের গাড়িচালক হাবিবুর রহমান।

Jessore-(7)

বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হামিদুল হক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ্জাহান কবীর ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তারা এ পুরস্কার ও সম্মাননা পান।

Jessore-(7)

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

jagonews24

শুভেচ্ছা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন, প্রবীণ শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আজম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস প্রমুখ।

মিলন রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।