সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজছাত্রকে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৭ জুলাই ২০২২
কলেজছাত্রের শরীরে জখমের চিহ্ন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিশ্বজিৎ (২০) নামে এক কলেজছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন বখাটের বিরুদ্ধে।

বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী ডিগ্রি কলেজের পাশে কলেজপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত বিশ্বজিৎকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে কলেজ কর্তৃপক্ষ।

আহত বিশ্বজিৎ বলেন, ‘কলেজে ওই বখাটেরা প্রায় আসতো। আজকে আকাশ, রাফি, মানিক, মুন্না এসে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীদের ব্যাগে হাত দেয়। তাদের সঙ্গে অশোভন আচরণ করে। আমি তাদের চলে যেতে বললে আমার ওপর ক্ষিপ্ত হয়। আমাকে ও আমার দুই সহপাঠীকে ধমক দিয়ে তারা চলে যায়। কলেজ ছুটি হলে গেটের বাইরে যাওয়ার সময় ৮-১০ জন বখাটে আমাকে মারধর করে।’

লাহিড়ী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মাহিরা আক্তার বলেন, ‘আমি ও আমার সহপাঠীরা বারান্দায় ছিলাম। এ সময় তিন-চারজন বখাটে শ্রেণিকক্ষে থাকা এক বান্ধবীর ব্যাগ থেকে টাকা বের করে এবং নানা অশ্লীল ভাষায় গালি দেয়। এ সময় সহপাঠী তিথী ও বিশ্বজিৎ প্রতিবাদ করলে তাদেরও ধমক দিয়ে বখাটেরা কলেজ থেকে চলে যায়। কলেজ ছুটি হলে বাড়ি ফেরার সময় রাস্তায় বিশ্বজিৎকে লাঠি দিয়ে মারধর করে তারা।’

লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর জাগো নিউজকে বলেন, ‘বিশ্বজিৎকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছি। কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি মোবাইল ফোনে জেনেছি। তবে এখনো লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন জাগো নিউজকে বলেন, কলেজের ঘটনাটি আমাকে জানিয়েছে। কলেজ কর্তৃপক্ষকে আমার দপ্তরে শিক্ষার্থীদের নিয়ে আসতে বলা হয়েছে।

তানভীর হাসান তানু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।