ইভিএমে মিলছে না আঙুলে ছাপ, ঘষে পরিষ্কারের চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১:৪২ এএম, ২৭ জুলাই ২০২২

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নন্দুয়া ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ চলছে। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও অনেকের আঙুলের ছাপ মিলছে না। ফলে আঙুল ঘষে পরিষ্কারের চেষ্টা করছেন অনেকে।

ইউনিয়নের মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেভোট দেখা যায়, আঙ্গুলের ছাপ না মিলায় টিউবওয়েলসহ বিভিন্নভাবে বস্তুর সঙ্গে আঙ্গুল পরিষ্কার করতে দেখা যায় অনেক ভোটারকে।

সেখানে আঙ্গুল পরিষ্কার করতে দেখা যায় সায়মা আক্তার (৩৫) নামের এক নারী ভোটারকে। তিনি বলেন, এবার প্রথম ইভিএম মেশিনে ভোট দিচ্ছি। কিন্তু মেশিনে আমার আঙ্গুলের ছাপ নিচ্ছে না। সে জন্য আঙ্গুল ঘষে পরিষ্কার করছি।

jagonews24

জিল্লুর রহমান নামের ভোটারকে দেখা যায় মোটরসাইকেলের পেট্রল বের করে হাত পরিষ্কার করতে। তিনি বলেন, প্রথমবার মেশিনত ভোট দিবা আসিনু আঙ্গুলের ছাপ নেয় না। ওই তানে গাড়ির তেল দেহেনে হাত পরিষ্কার করছু।

শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন, আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন ইউনিয়নে ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৫৩৮ জন ও নারী ভোটার ২৯ হাজার ৬১০ জন।

তানভীর হাসান তানু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।