ইউপি নির্বাচন

নোয়াখালীতে নারী ভোটারদের উপস্থিতি বেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:২৬ এএম, ২৭ জুলাই ২০২২

নোয়াখালীতে চার ওয়ার্ডের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে নারী ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে।

ওয়ার্ডগুলো হচ্ছে, বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, সোনাইমুড়ীর নদনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, চাটখিলের পরকোট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ও কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, চার উপজেলার চারটি কেন্দ্রে ভোটগ্রহণের পরিবেশকে সুষ্ঠু সুন্দর রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হলে তা নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সোনাইমুড়ীর নদনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনে ইউপি সদস্য পদে কোনো প্রার্থী না থাকায় ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়েছিল। বাকি তিন উপজেলায় ইউপি সদস্যের মৃত্যুতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, চার উপজেলার সবগুলো কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।