জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৬ জুলাই ২০২২

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সেলিম মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঝগড়া থামাতে গিয়ে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঝগড়া থামাতে গিয়ে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া ডুমদি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডুমদি গ্রামের সেলিম মিয়ার সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোহেল মিয়া গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করছিলেন কৃষক সেলিম। এ সময় প্রতিপক্ষের সোহেল মিয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে সেলিম মিয়ার ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে তাকে বাঁচাতে গিয়ে আহত হন সেলিম মিয়ার পক্ষের আরও কয়েকজন। আহত সেলিম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুরের দিকে তিনি মারা যান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচ এম কামাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।