পটুয়াখালীতে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৬ জুলাই ২০২২

পটুয়াখালীর গলাচিপায় নুরু খান (৬০) হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলার চর কাজল ইউনিয়নের চর শিবা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন সমুন সরদার (২২), জুয়েল খান (২২), আমির হাসন (৫০), ফরিদ বেপারী (২৫) ও নুর নাহার (২৭)। তাদের সবার বাড়ি চর শিবা এলাকায়।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মান্নান ভুইয়ার সঙ্গে নুরু খানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার (২৫ জুলাই) রাত ৮টায় চর কাজলের মুজিবনগর এলাকায় চৌরাস্তায় ফেলে নুরু খানকে কুপিয়ে হত্যা করেন মান্নান ভুইয়ার ছেলে রনি বাহিনীর সদস্যরা। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে আহত হন তার ছেলে নোমানসহ তিনজন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে নুরু খানের ছেল সুমন খান বাদী হয়ে গলাচিপা থানায় একটি হত্যা মামলা করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম জানান, গ্রেফতার আসামিদের আদালতে হাজির করা হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আব্দুস সালাম আরিফ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।