মাগুরাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৬:৩২ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

মাগুরা জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে ও যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে শহরের এমআর রোডে মাগুরা জেলা সংগ্রাম পরিষদ ও যশোর বিভাগ আন্দোলন পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষক, আইনজীবী, মুক্তিযোদ্ধা পরিষদ, সাংবাদিক, ব্যবসায়ী, স্কুল কলেজের শিক্ষার্থী, মোটর শ্রমিক ইউনিয়ন পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, প্রস্তাবিত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির অপচেষ্টা মাগুরা তথা বৃহত্তর যশোর জেলার সংস্কৃতি ধ্বংসের একটি চক্রান্ত। তারা এ চক্রান্ত রুখতে মাগুরাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সঙ্গে সঙ্গে যশোর জেলাকে বিভাগ ঘোষণা করে সেখানে মাগুরাকে অন্তর্ভুক্তির দাবি জানান। বক্তারা এই অপতৎপরা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরাফাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।