মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো দুই আরোহীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৪ জুলাই ২০২২
ফাইল ছবি

গাজীপুর মহানগরের কোনাবাড়ী কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সুমন আলীর ছেলে মাসুদ হোসেন (২০) ও একই এলাকার আ. সাত্তারের ছেলে রহুল হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জয়দেবপুর থেকে মোটরসাইকেলযোগে মাসুদ ও রুহুল কালিয়াকৈরে নিজ বাড়িতে ফিরছিলেন। বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কড্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের পাশ পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।