শিল্পায়ন ও নগরায়নের ফলে দ্রুত কমছে গাছপালা: ক্রীড়া প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৩ জুলাই ২০২২

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, শিল্পায়ন ও নগরায়নের ফলে গাছপালা দ্রুত কমে যাচ্ছে। যার বিরূপ প্রভাব প্রকৃতিতে পড়ছে। ফলে প্রকৃতি বৈরী আচরণ করছে।

তিনি বলেন, জীবন ধারণের জন্য বৃক্ষ যেমন অক্সিজেন দেয় পাশাপাশি ফুল-ফল, ছায়া ও কাঠ দেয়। সর্বোপরি বৃক্ষ প্রকৃতিকে সুশোভিত করে।

শনিবার (২৩ জুলাই) বিকালে গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে সাত দিনব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

ঢাকা বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, বন বিভাগের কর্মকর্তা ফজল তরফদার, মীর মো. বজলুর রহমান প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।