রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৩ জুলাই ২০২২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

শনিবার (২৩ জুলাই) সকালে উখিয়ার মধুরছড়ার ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. নুরু আলমের ছেলে ফরিদ আলম (৩৪), আবদুল খালেকের ছেলে শাহজাহান (২২) ও মৃত হোসেনের ছেলে আব্দুল মোতালেব (৬৮)।

এপিবিএন ১৪এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বলেন, ২১ জুলাইয়ের ঘটনায় উখিয়া থানায় একটি মামলা হয়। গ্রেফতাররা ওই মামলার এজাহারনামীয় ৬, ৭ ও ৮ নম্বর আসামি। এরা কথিত আরসা সদস্য হিসেবে ক্যাম্পে পরিচিত। আইনগত ব্যবস্থা নিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।