দেশে শিক্ষিতের হার শতভাগে উন্নীত হবে : আমু
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০০৯ সালে দেশের শিক্ষার হার ছিল শতকরা ৪৭ ভাগ, এখন ৭৮ ভাগ। দেশে শিক্ষিতের সংখ্যা যত বেশি হবে, দেশ তত এগিয়ে যাবে। আর অল্প কিছু দিনের মধ্যেই দেশে শিক্ষিতের হার শতভাগে উন্নীত হবে। আর এজন্য সরকার বিনামূল্যে বই বিতরণ, অবৈতনিক শিক্ষাসহ শিক্ষাক্ষেত্রে উৎসাহ দিতে নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে ঝালকাঠি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. খাস সাইফুল্লাহ পনীর প্রমুখ।
আতিকুর রহমান/এআরএ/আরআইপি