হাওরে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মচারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৯ জুলাই ২০২২
নিহত মোহাম্মদ হোসেন

অডিও শুনুন

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মোহাম্মদ হোসেন নামে পল্লী বিদ্যুতের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে মিঠামইন-অষ্টগ্রাম হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ হোসেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ হাওরের অল ওয়েদার সড়কের পার্শ্ববর্তী মিঠামইন-অষ্টগ্রাম হাওরে দেওগরের কাছে মাছ ধরতে যান কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন জোনাল অফিসের সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ হোসেন।

এ সময় হাতের কব্জিতে বাঁধা জাল পানিতে ফেলার সময় স্রোতের টানে জালসহ হাওরের পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে তাকে উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে অনেকটা দূরে পানির নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নূর মোহাম্মদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।