ছেলেকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেলো বাবারও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৯ জুলাই ২০২২
মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন স্থানীয়রা

হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫)। ২৪ জুলাই ইউসুফ আলীর দক্ষিণ ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে মোহাম্মদ আলীকে নিয়ে ইউসুফ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ মোহাম্মদ আলী দৌড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে দৌড়ে যান ইউসুফ আলীও। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপের চাপায় মোহাম্মদ আলীর মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনিও মারা যান। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে পালিয়ে যান চালক। পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ঘাতক পিকআপ ও চালককে আটকের চেষ্টা চলছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।