পালালেন বর, জরিমানা গুনলেন কনের মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৮ জুলাই ২০২২

নোয়াখালীর চাটখিলে গভীর রাতে বাল্যবিয়ের আসরে অভিযানের খবরে পালিয়ে গেছেন বর। অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

সোমবার (১৮ জুলাই) রাতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা জাগো নিউজকে অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার (১৭ জুলাই) রাতে খবর পেলাম বদলকোট ইউনিয়নের সপ্তগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। পরে রাতেই অভিযানের খবর পেয়ে ঢাকা থেকে আগত বর ও তার লোকজন পালিয়ে যান।’

ইউএনও আরও বলেন, ‘স্কুলছাত্রীর বাবা বিদেশে থাকায় তার মা ওই বিয়ের আয়োজন করেন। পরে বাল্যবিয়ে নিরোধ আইনে কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকারও নেওয়া হয়েছে।’

বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।