বনে ফিরে গেলো বিলুপ্ত প্রজাতির বনবিড়াল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১৮ জুলাই ২০২২

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ির লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির একটি বনবিড়াল উদ্ধার করেছে বনবিভাগ।

সোমবার (১৮ জুলাই) দুপুরের দিকে খাগড়াছড়ির আলুটিলা রিজার্ভ ফরেস্ট এলাকার গহীন অরণ্যে বনবিড়ালটি অবমুক্ত করা হয়।

jagonews24

রোববার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকা থেকে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়েছিল বন্যপ্রাণীটি। পরে বনবিভাগের কর্মীরা বনবিড়ালটি উদ্ধার করেন।

বনবিভাগের জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা অনুকরন চাকমা বলেন, বনবিভাগের কর্মীরা রোববার রাতে টহলরত অবস্থায় বনবিড়ালটিকে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে তারা এটি উদ্ধার করে নিয়ে আসেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সোমবার দুপুরের দিকে আলুটিলা রিজার্ভ ফরেস্ট এলাকার গহীন অরণ্যে বনবিড়ালটি অবমুক্ত করা হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।