এবার বিরামপুরে ৩ নবজাতকের নাম রাখা হলো ‘স্বপ্ন-পদ্মা-সেতু’
দিনাজপুরের বিরামপুরে একটি বেসরকারি হাসপাতালে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। তাদেরও নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।
সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার থানা সড়কের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে তাদের জন্ম হয়।
ওই প্রসূতির নাম সাদিনা বেগম। তিনি উপজেলার জোতবানি ইউনিয়নের টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।
হাসপাতালের পরিচালক ডা. ইমার উদ্দিন কায়েস বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম হয়। পরে সাদিনা বেগম তাদের নাম স্বপ্ন, পদ্মা ও সেতু রাখেন। মা ও সন্তানরা সুস্থ আছেন। তবে নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।
মো.মাহাবুর রহমান/আরএইচ/এমএস