টঙ্গীতে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত
গাজীপুরের টঙ্গীতে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের উত্তরে লাইন পরিবর্তনের সময় এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার আব্দুর রাকিব জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন রোববার দুপুর আড়াইটার দিকে স্টেশনে প্রবেশ করেছিল। ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্ম থেকে ৫ নম্বর প্লাটফর্মে প্রবেশের সময় পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করা হবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস