দিনাজপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৬ জুলাই ২০২২

বৃষ্টিপাতের আশায় দিনাজপুরের বোচাগঞ্জে একসঙ্গে ইস্তিকার নামাজ আদায় করেছেন শত শত মুসল্লি। শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উপজেলার সেতাব-গঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন বোচাগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবু তাহের সিদ্দিকী। একসঙ্গে এক হাজার ২০০ মানুষ নামাজে অংশ নেন।

বিজ্ঞাপন

Dinajpur-Rain-jamat-Pic-2

নামাজে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, জাতীয় ইমাম সমিতি বোচাগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আব্দুল ওয়াহিদ শাহসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় পৌর মেয়র মো. আসলাম বলেন, সিলেটে বন্যা দেখা দিয়েছে। আবার উত্তরাঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি খরা দেখা দিয়েছে দিনাজপুরে। খাল-বিল এ সময়ে পানিতে পরিপূর্ণ থাকার কথা থাকলেও আজ শুকিয়ে যাচ্ছে।

Dinajpur-Rain-jamat-Pic-2

ইস্তিস্কার নামাজ শুরুর পূর্বে মাওলানা আবু তাহের সিদ্দিকী বলেন, মানুষের সম্পদ নিয়ে ফেরত না দেওয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, অনাচার, অবিচার এবং সামাজিক অনিয়ম বেড়ে গেলে আল্লাহ পৃথিবীতে অনাবৃষ্টি ও অতিবৃষ্টি দিয়ে থাকেন। প্রিয় নবীর আমলেও বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছিল। নামাজের পর দুই বার খুতবা ও দাঁড়িয়ে হাত উল্টো করে মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলনে, দিনাজপুরে গত ৩ জুন বৃষ্টি হয়েছে। তারপর ১৫ জুন বিকেল ও রাতে দিনাজপুরে বৃষ্টি হয়েছে। যার পরিমাণ ১ দশমিক ৬ মিলিমিটার। গতকাল শুক্রবার দিনাজপুরে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আকাশে মেঘের ভেলা বেসে বেড়ালেও বৃষ্টির দেখা মিলছে না। এ জন্য আরও তিনদিন অপেক্ষা করতে হবে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।