লোহাগড়ায় ইউএনও’র হস্তক্ষেপে তিনটি বাল্যবিয়ে বন্ধ


প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা ও ডিগ্রিরচর গ্রামের তিনটি বাল্য বিয়ের দায়ে জরিমানা করা হয়েছে। শুক্রবার বিয়ের আসরে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বাল্যবিয়ে বন্ধসহ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার লোহাগড়া ইতনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মিতা খানম এবং স্বরসতী একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজিয়া খানম ও একই বিদ্যালয়ের দশম শ্রেণির অর্চনা খানমের বিয়ের আয়োজন করা হয়। বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লোহাগড়া ইউএনও সেলিম রেজা বিয়ের আসরে উপস্থিত হয়ে তিনটি বিয়ে বন্ধ করেন।

বাল্যবিয়ের আয়োজন করায় মিতার বাবা ইতনা চরপাড়ার ওহাব মীরকে তিন হাজার টাকা জরিমানা, রাজিয়ার বাবা ডিগ্রিরচর গ্রামের জিয়াউর চৌধুরীকে দুই হাজার টাকা এবং অর্চনার বাবা জাফর সিকদারকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দিয়েছেন অভিভাবকেরা। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

হাফিজুল নিলু/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।