বাড়ির পাশে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
টাঙ্গাইলের বাসাইলে নানার বাড়িতে বেড়াতে এসে কালভার্টের নিচে জমে থাকা পানিতে ডুবে মারজিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারজিয়া উপজেলার ফুলকি ইউনিয়নের জশিহাটি গ্রামের প্রবাসী বাবুল মিয়ার মেয়ে। সে জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, ঈদের পরদিন সোমবার ফরিদা বেগমের সঙ্গে নানার বাড়ি কাঞ্চনপুরে বেড়াতে আসে মারজিয়া। বৃহস্পতিবার লোকজনের অগোচরে বাড়ির পূর্বপাশে রাস্তার কালভার্টের নিচে জমে থাকা পানিতে ডুবে সে মারা যায়। মারজিয়াকে ডুবতে দেখে তার খালাতো ভাই ও মামাতো ভাই দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহ খান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম