নিখোঁজের একদিন পর পুকুরে মিললো শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৪ জুলাই ২০২২
ফাইল ছবি

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে সোহানা আক্তার (৮) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর মাস্টারপাড়া এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

শিশু সোহানা দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ শেখহাটি এলাকার রাজু ইসলামের মেয়ে। সে বুদ্ধিপ্রতিবন্ধী এবং মৃগী রোগেও আক্রান্ত ছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটোয়ারী উপজেলার বলরামপুরে ইটভাটায় কাজ করতে এসে স্থানীয় আবু বক্কর সিদ্দিকের সঙ্গে বন্ধুত্ব হয় রাজু ইসলামের। মঙ্গলবার রাতে বন্ধু আবু বক্কর সিদ্দিকের বাড়িতে মেয়ে সোহানাসহ বেড়াতে আসেন রাজু। পরদিন বুধবার দুপুরে শিশু সোহানা বাড়ির বাইরে খেলার একপর্যায়ে নিখোঁজ হয়। দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। রাতে এলাকায় মাইকিং করেও শিশুটির সন্ধান চাওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে আবু বক্করের বাড়ির পাশের একটি পুকুরে সোহানাকে ভাসতে দেখেন স্থানীয়রা।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিহতের পরিবারের ধারণা, শিশুটি পুকুরে পড়ে পানির গভীরে তলিয়ে যেতে পারে। তার মৃগী রোগও ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আটোয়ারী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সফিকুল আলম/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।