বড়পুকুরিয়া কয়লা খনিতে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৪ জুলাই ২০২২
ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে তীব্র গরমে হিটস্ট্রোকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খনির অভ্যন্তরে হাসপাতালে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

নিহত শ্রমিক সিরাজুল ইসলাম নবাব (৩৫) ফুলবাড়ী উপজেলার ঘুঘুমারী গ্রামের আইনুল হকের ছেলে। তিনি বড়পুকুরিয়া কয়লা উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা সিএমসি এক্সএমসির অধীনে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন কয়লা খনির ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুজ্জামান।

হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ।

খনি সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত শিফটে শ্রমিক সিরাজুল ইসলাস দায়িত্ব পালন করেন। ডিউটি শেষে খনির অভ্যন্তরে শ্রমিকদের থাকার বাসস্থানে তার রুমে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় অন্যান্য সহকর্মীরা তাকে খনির হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমদাদুল হক মিলন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।