কালকিনিতে ভাতিজার হাতে চাচা খুন : মামলা দায়ের


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তররাস্তি গ্রামে পারিবারিক জমি-জমা ও বাড়ির গাছ নিয়ে হাতাহাতির এক পর্যায় ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন হয়েছেন। এই ঘটনায় কালকিনি থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পারিবারিক, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কালকিনি উপজেলা উত্তর রাজদী গ্রামে পারিবারিক জমি-জমা ও বাড়ির গাছ নিয়ে চাচা ওহাব আলি হাওলাদারের (৬০) সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শামসুল হক হাওলাদারের ছেলে লিটন হাওলাদার লাঠি দিয়ে আঘাত করে।
 
এতে ওহাব আলী হাওলাদার গুরুতর আহত হলে প্রথমে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় তাকে সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সারে ৮ টার দিকে তিনি মারা যান।

এই ঘটনায় পিটিয়ে হত্যার অভিযোগে রাতেই নিহতের স্ত্রী হালিমা বেগম ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। অপরদিকে ঘটনার পর থেকেই আসামিরা তাদের বসত ঘর তালাবদ্ধ করে পালাতক রয়েছে।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলি জানান, এই ঘটনায় মামলা হয়েছ। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এ কে এম নাসিরুল হক/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।