রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ১০:১২ এএম, ২৯ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকায় পিকনিকের বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম আব্দুল আজিজ (৬০)। তিনি খড়খড়ি কমলাপুরগ্রামের বাসিন্দা।

শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকার এক পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পর পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে খড়খড়ি বাইপাস রাস্তা দিয়ে (ঢাকা মেট্রো জ-১১০০৯২) বাস পিকনিকের লোকজন নিয়ে যাচ্ছিল। এর মধ্যে মোটরসাইকেল চালক আব্দুল আজিজকে চাপা দেয়। এরপরে প্রায় ৭ কিলোমিটার যাওয়ার পর পথচারিদের বাধার মুখে চালক ও হেলপার বাস থামিয়ে দ্রুত সটকে পাড়েন। পরে স্থানীয়রা বোয়ালিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক হেলপার পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে ও বাস চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহরিয়ার অনতু/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।