নাটোরে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার, ছুরিকাঘাতে আহত স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১২ জুলাই ২০২২

নাটোরের নলডাঙ্গায় নিজ কক্ষ থেকে আব্দুল আলিম নামের এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

তার স্ত্রীকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১১ জুলাই) রাতে উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

jagonews24

আব্দুল আলিম মাধনগর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পারিবারিক কলহের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় স্থানীয়রা জানান, ইউপি সদস্য তার দ্বিতীয় স্ত্রী রিমা বেগমকে ছুরিকাঘাত করেছেন। তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ঘরের ভেতরে ঢুকে আমরা ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করি। তার মাথায় হালকা আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু কীভাবে তিনি মারা গেলেন সে বিষয়ে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।’

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঘটনাস্থল থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।