যশোরে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১২ জুলাই ২০২২
স্বজনদের আহাজারি ও ইনসেটে নিহত যুবদল নেতা বদিউজ্জামান ধ্বনি

প্রকাশ্য দিবালোকে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। বদিউজ্জামান ধোনী এর আগে নগর যুবদলের সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন বদিউজ্জামান ধোনী। এ সময় স্থানীয় সন্ত্রাসী রায়হান, রহিম, আকাশসহ চার-পাঁচজন সন্ত্রাসী তার ওপরে অতর্কিত হামলা চালান। তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোরে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ফিরোজ কবীর তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, পুলিশ জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছে।

মিলন রহমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।