বাহরাইন প্রবাসীদের ঈদ উপহার পেলো ৬২ পরিবার

সালেহ আহমদ সাকী সালেহ আহমদ সাকী , বাহরাইন প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৯ এএম, ১২ জুলাই ২০২২

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার এলাকা ও খাজাঞ্চি ইউনিয়নের বন্ধুয়া গ্রামের বন্যাদুর্গত ৬২টি পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

‘বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইন’ ও ‘বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের পক্ষ থেকে এই অর্থ দেওয়া হয়।

শনিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় এই অর্থ।

এসময় বৈরাগী বাজার এলাকার বিভিন্ন গ্রামের অসহায় ৪০টি পরিবার এবং বন্ধুয়া গ্রামের ২২টি পরিবারের প্রধানদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্বনাথের যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রবাসীরা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।

বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ও প্রাক্তন মেম্বার মনোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।

বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ শাখার সাধারণ সম্পাদক ও বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. হোসেন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রবাসীসহ সবার মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মো. সুলতান খান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইফতেখার আহমদ নাইম।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।