দেড় ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু


প্রকাশিত: ০৫:১৯ এএম, ২৯ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

দেড় ঘণ্টা পর গাজীপুর মহানগরীর সালনা মিরেরগাঁও এলাকায় ঢাকা-রাজশাহী রেল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী একতা এক্সপ্রেস বিকল হয়ে পড়লে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
 
জয়দেবপুর রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, সকাল ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটির একটি বগির চাকার সঙ্গে থাকা স্প্রিং খুলে যায়। এ অবস্থা চলাচল বিপদজনক হওয়ায় চালক ট্রেনটি সালনা মিরেরগাঁও এলাকায় থামিয়ে দেন। ফলে রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে মেরামত কাজ সম্পন্ন হলে দেড় ঘণ্টা পর সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ কারণে ধূমকেতুসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়লে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।