পুলিশের বিরুদ্ধে সুইডিশ দম্পতির ডলার ছিনতাইয়ের অভিযোগ


প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬

যশোরের ঝিকরগাছা থানার এক পুলিশের বিরুদ্ধে সুইডিশ নাগরিকের কাছ থেকে তিন হাজার ডলার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার পাঁচপুকুর এলাকায় তল্লাশির সময় এসআই এজাজের নেতৃত্বাধীন ফোর্স তল্লাশির সময় ডলার ছিনিয়ে নেন।

ঘটনার শিকার সুইডিশ নাগরিক নড়াইলের খুকুমনি পারভীন ও তার স্বামী মিজানুর রহমান রাতে প্রেসক্লাব যশোরে এসে সাংবাদিকদের কাছে এমনই অভিযোগ করেন।

সুইডেন নাগরিক মিজানুর রহমান জানান, তারা স্বামী-স্ত্রী সুইডেনের নাগরিক। ছুটিতে নড়াইলের কালিয়ায় বেড়াতে আসেন। সেখান থেকে গত ১ জানুয়ারি ভারতে বেড়াতে যান। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে ফিরছিলেন। পথে ঝিকরগাছার পাঁচপুকুর এলাকায় এসআই এজাজের সঙ্গীয় ফোর্স তল্লাশি শুরু করে।

এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাদের কাছে থাকা তিন হাজার ডলার ছিনিয়ে নেন। এসময় পুলিশ সদস্যরা দুর্ব্যবহার করলে তারা চলে আসেন। পরে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের বিষয়টি জানাই।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ বলেন, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

মিলন রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।