হোটেলে তরুণীর মরদেহ উদ্ধার, পলাতক সঙ্গী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৯ জুলাই ২০২২
গ্রেফতার মোবারক

কক্সবাজারের একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠার পর তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় পালিয়ে যাওয়া সঙ্গীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শুক্রবার (৮ জুলাই) দিনগত রাতে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোবারক (২৫) কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার ৭নং ওয়ার্ডের মো. সালেহর ছেলে।

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম বলেন, বৃহস্পতিবার (৭ জুলাই) গভীর রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ‘নির্জন রিসোর্ট’র ১০৬ নম্বর কক্ষ ভাড়া নেন ওই তরুণ-তরুণী। পরদিন বেলা ১১টার দিকে রিসোর্ট কর্তৃপক্ষ ওই কক্ষে গিয়ে দেখতে পায় বাইরে থেকে তালা ঝুলছে। পরে কক্ষের ভেতরে গিয়ে তারা দেখেন, গলায় ওড়না পেঁচানো ও হাতবাঁধা অবস্থায় তরুণীর মরদেহ খাটের ওপর আছে। আর স্বামী পরিচয় দেওয়া যুবক পলাতক। পরে দুপুরে রিসোর্টের কক্ষ থেকে কবি আক্তার মীম নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় শুক্রবার নিহতের মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। এরপর হত্যাকাণ্ডের বিষয়টি র‌্যাব অবগত হয়ে পলাতক সঙ্গীকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের এজাহারভুক্ত প্রধান আসামি মোবারককে শুক্রবার রাতে পাহাড়তলী থেকে গ্রেফতার করা হয়।

মেজর মঞ্জুর মেহেদী ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে মোবারক। সে জানিয়েছে, বিয়ে এবং টাকা লেনদেনের বিরোধে দুজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে হত্যাকাণ্ডটি হয়েছে।

গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই উপ-অধিনায়ক।

সায়ীদ আলমগীর/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।