ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজও যাত্রীর চাপ, নেই যানজট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:২১ এএম, ০৯ জুলাই ২০২২
বাস এলেই জটলা করছেন যাত্রীরা

ঈদকে কেন্দ্র করে শনিবার (৯ জুলাই) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রীর চাপ রয়েছে। যানবাহনের চাপও অনেক বেশি। তবে নেই যানজট। দীর্ঘ সময় দাঁড়িয়েও সহজে মিলছে না বাস।

শনিবার (৯ জুলাই) সকালে মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। যাত্রী ওঠানামা করায় শিমরাইল মোড়ে বাসের জটলা সৃষ্টি হয়েছে।

এদিকে ঘরমুখো যাত্রীর চাপ থাকায় নির্ধারিত ভাড়ার তুলনায় বেশি ভাড়া আদায় করছেন পরিবহন মালিকরা। এমনই অভিযোগ রয়েছে যাত্রীদের। বেশিরভাগ বাসচালকের সহকারীরা বেশি ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন। কিছু বাসচালকের সহকারী বেশি ভাড়া নেওয়ার কথা স্বীকার করলেও তারা ঈদের অজুহাত দেখাচ্ছেন। তারা বলেন, বছরে এ কয়েকটা দিনই আমরা একটু বেশি ভাড়া নেই।

jagonews24

রুমি আক্তার নামের এক বেসরকারি অফিস কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘গ্রামের বাড়ি নোয়াখালী। পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জে বসবাস করি। কিন্তু বাবা-মা গ্রামে থাকেন। তাই এবার একসঙ্গে কোরবানির ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছি। অনেকটা আনন্দ লাগছে। তবে বাস পাওয়া যাচ্ছে না।’

নোমান সুমন নামে এক যাত্রী বলেন, ‘করোনার কারণে গত দুবছর কোরবানিতে গ্রামে যেতে পারিনি। তাই ভোগান্তি হলেও অন্যরকম এক আনন্দ কাজ করছে নিজের মধ্যে।’

jagonews24

সাগর হোসেন নামের একজন গার্মেন্টসকর্মী বলেন, ‘বছরে দুটা ঈদ আছে, সারাবছর তো ঢাকাতেই কাটাই। তাই এবার কোরবানির ঈদটা গ্রামে পরিবারের লগে করমু বইলা যাইতাছি। ছুটি মাত্র চারদিন তাই আবার তাড়াতাড়ি ফিইরা আসতে হইবো।’

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জাগো নিউজকে বলেন, ‘গতকালের তুলনায় আজ যাত্রীদের চাপ কম রয়েছে। দুপুরের পর যাত্রীদের চাপ আরও কমে যাবে। আমরা যানজট নিরসনে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছি। মহাসড়কে আমাদের ৩৫টি টিম কাজ করছে। এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।