ঈদে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:১২ এএম, ০৭ জুলাই ২০২২
নিহত নাহিদ ফেরদৌস/ছবি: সংগৃহীত

অডিও শুনুন

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন নাহিদ ফেরদৌস (৩০)। ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান নাহিদ।

বুধবার (৬ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগেরহাটের মোল্লারহাটের সরকারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ ফেরদৌস খুলনার খালিশপুরের মো. নাসির উদ্দিনের ছেলে। তিনি ঢাকার একটি জুতার ফ্যাক্টরিতে চাকরি করতেন। ঈদের ছুটিতে বুধবার বাড়ি ফিরছিলেন।

মোল্লারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আব্দুল হাসান জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে আজ (বুধবার) বিকেলে মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে রওনা করেন নাহিদ। রাতে মোল্লারহাটের সরকারি পুকুর এলাকায় মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনের দিকে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আলমগীর হান্নান/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।