সালিশে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:৫০ এএম, ০৬ জুলাই ২০২২
দুপক্ষের লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমিজমা সংক্রান্ত সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্লুইস বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন ও সহ-সভাপতি মোশাররফ হোসেনের সমর্থকরা জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠক করছিলেন। এ সময় দুপক্ষে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সুমন, খোকন, জুয়েল, রিফাত খান, জসিম ফরাজি, আলী খা, রাহাত চৌকিদার, লাল মিয়াসহ ১০ জন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সালিশে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মো মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোনো লিখত অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুস সালাম আরিফ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।