খাটের নিচে মিললো অস্ত্র-গুলি-মাদক, যুবক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৪ জুলাই ২০২২
অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার লিয়াকত আলী

কক্সবাজারের টেকনাফে খাটের নিচে লুকিয়ে রাখা অস্ত্র, গুলি ও ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় লিয়াকত আলী (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

সোমবার (৪ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার লিয়াকত উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার কবির আহমদের ছেলে।

jagonews24

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলের ডেইল এলাকায় লিয়াকতের শোবার ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় খাটের নিচে অভিনব কাদায় লুকিয়ে রাখা ১০ হাজার ৮০০ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, তিনটি গুলি ও নগদ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, আটকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।