লক্ষ্মীপুরে বীজ ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৪ জুলাই ২০২২
অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত

লক্ষ্মীপুরে প্রতারণার দায়ে বীজ ব্যবসায়ী মো. মাসুদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়া ‘মাসুদ বীজ ভাণ্ডার’ নামে প্যাকেটজাত করে বিক্রির দায়ে তাকে এ জরিমানা করা হয়।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাছ বাজার গলিতে অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।

তিনি জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। মাসুদ অনুমোদন ছাড়া নিজ দোকানে নামে বীজ প্যাকেটজাত করে কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন। এজন্য তাকে জরিমানা করা হয়েছে৷

এসময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।