হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৪ জুলাই ২০২২
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার জানিয়ারচর হাওরের মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজাপুর এলাকার মহাব্বত আলীর ছেলে মানিক মিয়া (৩২) ও জানিয়ারচর গ্রামের দিকচান মিয়ার ছেলে নিয়া শাহ (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জানিয়ারচর হাওরে মাছ ধরতে যান ছয় জেলে। তারা মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলে মানিক মিয়া ও নিয়া শাহ মারা যান। এসময় আহত হন আরও একজন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বজ্রপাতে মৃত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।