পাবনায় চরমপন্থী সদস্যকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

পাবনার চাটমোহরে আব্দুস সামাদ (৪৫) নামে এক চরমপন্থী সদস্যকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়। বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুস সামাদ উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী গ্রামের মৃত চৈতে প্রামানিকের ছেলে।

চাটমোহর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনছুর আলী জাগো নিউজকে জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান আব্দুস সামাদ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেংড়ী গ্রামের একটি সরিষা ক্ষেতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় দাগ ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ এবং কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।
 
এসআই মনছুর জাগো নিউজকে আরও জানান, নিহত সামাদ আগে চরমপন্থী গ্রুপ ‘সর্বহারা’ দলের সদস্য থাকলেও বর্তমানে তিনি স্বাভাবিক জীবন করতো এবং তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। তারপরও তার বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তবে স্থানীয় একাধিক সূত্র জাগো নিউজকে জানিয়েছে, নিহত সামাদ চরমপন্থী সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিল। দল থেকে বেরিয়ে যাওয়ার কারণে কিংবা চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সামাদকে হত্যা করা হয়ে থাকতে পারে।

একে জামান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।