জামালপুরে শিলের আঘাতে মেয়েকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৩ জুলাই ২০২২
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে মায়ের শিলের আঘাতে মোহনা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (৩ জুলাই) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোহনা চন্দপুর প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোহনার মা বেদেনা বেগম মানসিক ভারসাম্যহীন ও বাবা মোহাম্মদ আলী সৌদি প্রবাসী। দুপুরে বেদেনা বেগম মেয়েকে ঘরে ডেকে নিয়ে গলাটিপে ধরেন। হত্যা নিশ্চিত করতে শিল দিয়ে মাথায় আঘাত করেন। পরে হত্যার কথা নিজেই প্রতিবেশীসহ সবাইকে ডেকে স্বীকার করেন। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বেদেনা বেগমকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শন (এসআই) মুর্শেদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।