৩২ মণের ‘অগ্নি সেরার’ দাম উঠেছে ১০ লাখ
বাগেরহাটের শরণখোলায় কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে ৩২ মণের ফ্রিজিয়ান গরু। নাম দেওয়া হয়েছে ‘অগ্নি সেরা’। দুই বছর বয়সী বিশাল আকৃতির এ গরুর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। এরই মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে অগ্নির।
খোঁজ নিয়ে জানান, ২০১৭ সালে মাত্র একটি গরু নিয়ে ‘হালিমা বেগম’ নামে একটি খামার শুরু করেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের আবু হায়দার হাওয়লাদারের ছেলে জাবের হাওলাদার। পড়াশোনার পাশাপাশি জাবের তার খামারের পরিচর্যা করেন।
বর্তমানে তার খামারে ছোটবড় মিলিয়ে ১৫টি গরু রয়েছে। এর মধ্যে খামারে দুই বছর আগে জন্ম নেয় অগ্নি সেরা।
জাবের হাওলাদার বলেন, ‘আমি শরণখোলা সরকারি কলেজ থেকে বিবিএ করেছি। পাশাপাশি নিজের খামারের দেখাশোনা করি। ২০১৭ সালে আমি একটি অস্ট্রেলিয়ান গরু নিয়ে ফার্ম শুরু করি। এরপর থেকে ব্যবসার টাকা থেকেই গরু বাড়াতে থাকি। এ বছর কোরবানির ঈদে বিক্রির জন্য অগ্নিকে প্রস্তুত করা হয়েছে। দাম চাচ্ছি ১৫ লাখ টাকা। এরই মধ্যে গরু ব্যবসায়ীরা ১০ লাখ বলে গেছেন। তবে ইচ্ছে আছে ১৫ লাখ টাকায় বিক্রি করার।
জাবের আরও বলেন, অগ্নিকে বের করতে চারজন লোক লাগে। তাই হাটে না নিয়ে খামার থেকেই গরুটি বিক্রি করতে চাই।
শরণখোলা প্রাণি সম্পদ অফিসের ফিল্ড সুপারভাইজার মো. সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, পশু হাসপাতালের পরামর্শে তারা খাবার খাওয়াচ্ছেন, ওষুধ দিচ্ছেন এবং পরিচর্যা করছেন। তাই তাদের গরুর গ্রোথ ভালো হয়েছে। এত বড় গরু সাধারণত জেলায় কমই দেখা যায়।
এসজে/এমএস