শখের বাইকই কাল হলো কলেজছাত্র রনির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ৩০ জুন ২০২২

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় রনি (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বাবা একজন প্রবাসী। তিনি শখ করে একমাত্র ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়েছিলেন।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে যশোরের ঝিকরগাছা-বাঁকড়া সড়কের রঘুনাথনগর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নুর ইসলাম (১২) নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।

নিহত রনি উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের প্রবাসী শামসুর রহমানের ছেলে। সে বাঁকড়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

আহত নুর ইসলাম বল্লা গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে বল্লা (বিএনকে) মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রনি ও নুর ইসলাম ঝিকরগাছা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথে ঝিকরগাছা-বাঁকড়া সড়কের রঘুনাথনগর সাইনবোর্ড এলাকায় এলে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রনি নিহত ও নুর ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত নুর ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্বজনরা জানান, তিনমাস আগে রনির প্রবাসী বাবা শামসুর রহমান শখের বসে কলেজেপড়ুয়া ছেলেকে মোটরসাইকেলটি কিনে দিয়েছিলেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ঘটনাটি শুনেছি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত স্কুলছাত্র বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মিলন রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।